২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে
প্রায় ২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে ফের দেখা মিলল সাদা লেজযুক্ত শিকারি ঈগলের। ইংল্যান্ডের সবচেয়ে বড় শিকারি পাখি এটি। সম্প্রতি স্কটল্যান্ডের আকাশে দেখা মিলেছে এ ঈগলের। এরপর অবশ্য নরফোক, কেন্ট এবং সামারসেটেও তাদের দেখা মেলে। এদের ডানার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ২ ইঞ্চি, এই ঈগলের লেজ সাদা, মাথা ফ্যাকাশে এবং ঠোঁটের রং হলুদ। ১৭৮০ সালের পর থেকে এদের খুব একটা দেখা যায়নি। পাখি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন পর্যন্ত পুরুষ ও নারী এই দুই প্রজাতিই দেখা গেছে। এরা বেঁচে থাকলে বংশ বিস্তার সম্ভব। তবে এই ঈগল একসঙ্গে চার বছর থাকলে তবেই বংশবিস্তার করতে পারবে।