চলে গেলেন কবি ফজল শাহাবুদ্দীন

Fajlএকুশের মাসে চলে গেলেন পঞ্চাশের অন্যতম প্রধান কবি ফজল শাহাবুদ্দীন। রোববার সকালে তিনি রাজধানীর বাসাবো-কমলাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ফেব্রুয়ারি তিনি তার জন্মদিন পালন করেন। কবিতার সংগঠন ‘কবিকণ্ঠ’-এর তিনি প্রতিষ্ঠাতা। সাংবাদিকতা করেছেন দৈনিক বাংলায়। সাপ্তাহিক বিচিত্রা তার হাত ধরেই বের হয়। বসন্তকালীন কবিতা উৎসব ও এশীয় কবিতা উৎসবের তিনি অন্যতম উদ্যেক্তা।
মৃত্যুকালে এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন তিনি। তার স্ত্রী আজমেরী শাহাবুদ্দীন লেখক ও শিক্ষাবিদ। একুশে ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। পঞ্চাশের এই কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হকসহ সকলের সঙ্গে কাব্যযাত্রা শুরু করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ তৃষ্ণার অগ্নিতে একা। কবিতায় আধ্যাত্মিকতা, দেহতত্ত্ব ও উগ্র রোমান্টিকতার জন্য তিনি খ্যাতি লাভ করেন। তার কিছু বিখ্যাত গানের মধ্যে  চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না’ আলমগীর কবির সিনেমায় ব্যবহার করেন। কবিতাপত্র বৈচিত্র সম্পাদক কবি শাহীন রেজা ও কবি জাহাঙ্গীর ফিরোজ জানান, পরিবারের সঙ্গে আলাপ করে তার জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করা হবে। ফজল সাহাবুদ্দীনের জন্ম ১৯৩৬ সালে কুমিল্লার নবীনগরে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৭।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button