মৃত্যুর এই পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন

ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

ধারনা করা হচ্ছে বাড়ী ঘরে এবং কেয়ার হাউজে আরো ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে

করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বাড়ছে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা এবার ২০ হাজার ছাড়াল। ওয়াল্ডওমিটার ইনফো এর তথ্যমতে ব্রিটেনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (২৫ এপ্রিল শনিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৮১৩ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২০৩১৯জন। নতুন করে আক্রান্ত ৪৯১৩ জন। এর আগে গত শুক্রবার মৃতুবরণ করেছিলেন ৬৮৪জন। এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারনা করা হচ্ছে বাড়ী ঘরে এবং কেয়ার হাউজে আরো ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯১৩ জন। গত শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৩৮৬, বৃহস্পতিবার ৪৫৮৩জন, গত বুধবার ছিলো ৪৪৫১জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭১১ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৭, ওয়েলসে ২৩ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যু বরণ করেছেন ৭৮১জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button