সাবেক ৬৫ হাজার চিকিৎসক-নার্সের সহযোগিতা চেয়েছে যুক্তরাজ্য

নভেল করোনাভাইরাস মোকাবেলায় প্রায় সাড়ে ৬৫ হাজার সাবেক নার্স ও চিকিৎসকদের সহযোগিতা চেয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মেডিকেল পড়ুয়া শেষ বর্ষের শিক্ষার্থী ও নার্সদেরও সহায়তা কামনা করছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ১৪৪ জন। দেশের এমন সঙ্কটাপন্ন মুহূর্তে নার্স ও চিকিৎসকদের অবদানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের প্রধান নার্সিং কর্মকর্তা রুথ মে বলেন, আমরা একা এই মহামারি একা সামলাতে পারবো না। এ সময়ে সদ্য অবসরে যাওয়া নার্সদের অভিজ্ঞতা অনেক বেশি কাজে আসবে। এতে কোনো সন্দেহ নেই তারা হাজারো মানুষের জীবনের বাঁচাতে সক্ষম।
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি নার্সকে চিঠি দিয়েছে। গত তিন বছরের মধ্যে তাদের নিবন্ধনের মেয়াদ শেষ হয়। এছাড়া ২০১৭ সালে অবসরে যাওয়া সাড়ে ১৫ হাজার চিকিৎসককে জেনারেল মেডিকেল কাউন্সিল চিঠি লিখবে, যেন তারা এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button