অর্থনীতি রক্ষায় অভূতপূর্ব লড়াইয়ে যুক্তরাজ্য

যুদ্ধবিগ্রহ ছাড়া এর আগে দেশটি এমন কোনো আর্থিক পদক্ষেপ নেয়নি

নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় অবধারিত মন্দার কবল থেকে বাঁচতে উপায় খুঁজছে দিশেহারা বৃহৎ অর্থনীতির দেশগুলো। এ পরিস্থিতিতে অভূতপূর্ব আর্থিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার সংকটাপন্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রায় ৩৩ হাজার কোটি পাউন্ডের ঋণ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। সত্যি হলো, যুদ্ধবিগ্রহ ছাড়া শান্তিকালীন অবস্থায় এর আগে দেশটি এমন কোনো আর্থিক পদক্ষেপ আর নেয়নি।
মূলত, উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না, এমন সমালোচনার মুখে পড়তে হচ্ছিল ব্রিটিশ সরকারকে। এর পরই গতকাল মঙ্গলবার লন্ডন অর্থনীতিকে চাঙ্গা রাখতে এ বৃহৎ আর্থিক পরিকল্পনার ঘোষণা দেয়।
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক জানান, সংকটাপন্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ৩৩ হাজার কোটি পাউন্ডের (প্রায় ৪০ হাজার কোটি ডলার) ঋণ সুবিধা দেয়া হবে। তবে বর্তমানে বাজারে ঋণের চাহিদা প্রাথমিক এ বরাদ্দের চেয়ে অনেক বেশি। এক্ষেত্রে ভবিষ্যতে ঋণ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হবে। একই সঙ্গে দেশটির অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান ঋষি সুনাক।
গত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ব্রিটিশ অর্থমন্ত্রী আরো বলেন, বেশকিছু খাত ভাইরাসের কারণে মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে পরিবহন খাত সমস্যায় পড়েছে সবচেয়ে বেশি। এ অবস্থায় এয়ারলাইন ও বিমানবন্দরগুলোয় সহায়তার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button