সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম সবুর টুলু নিহত

Gulam Soborফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের এমপি নিহত গোলাম সবুর টুলু নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এমপি টুলুর ভাই গোলাম শহীদ নিলু (৩৫), বরগুনা আওয়ামী লীগের নেতা হারুন অর রশীদ ও এমপির পিএস শহিদুল ইসলাম (৩৫) এবং গাড়ির চালক সগীর হোসেনও (৩০) আহত হয়েছেন। নিলু ও হারুনকে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিলুর অবস্থা গুরুতর। তার মাথার সামনের হাড় ভেঙে গেছে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের চুমুরদি বাসষ্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। এমপি গোলাম সবুর টুলু দুপুরে প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-চ-৩৫-৬৭৩২) বরগুনা থেকে ঢাকা যাচ্ছিলেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারের চালক সগির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাদের প্রাইভেট কারটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। টুলু আজ বেলা ১২.৩০টায় বেতাগীতে কর্মীসভা করে ঢাকা রওনা হয়েছিলেন। টুলুর নিহত হওয়ার খবর শুনে তার নির্বাচনী এলাকা বরগুনা-২ (বেতাগী-বামনা- পাথরঘাটা) এলাকায় লোকজন স্তম্ভিত হয়ে পড়ে। দলীয় কার্যালয় ও তার বাসভবনে নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভিড় করছে। টুলু মধুমতি সিরামিকস-এর মালিক। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। টুলু তিন মেয়েসন্তানের জনক। ২০০৮ আওয়ামী লীগের টিকেটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সংসদ সদস্য গোলাম সবুর টুলু নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেযারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা আ. লীগের সভাপতি এডভোকেট হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা, সাধারণ সম্পাদক এনায়েত কবীর হাওলাদার, বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বামনা বণিক সমিতি ও বামনা প্রেস কাব নেতারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button