ইউরোপে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ফ্রান্সে

করোনাভাইরাসে আক্রান্ত এক চীনা পর্যটক ফ্রান্সে মারা গেছেন। আজ শনিবার ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অ্যানিয়েস বুজোঁ এ তথ্য নিশ্চিত করেন। এ ভাইরাসে ইউরোপে এটিই প্রথম মৃত্যু। পর্যটকের বয়স ৮০ বছর বলে জানা গেছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যেখানে সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ অবধি ৬৩ হাজার ৮৫২ জন। এর বেশিরভাগই চীনে। এ মহামারীতে এরই মধ্যে মারা গেছেন ১ হাজার ৪০০ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে।

এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ছুটি শেষে যারা বাইরে থেকে শহরে ফিরছেন তাদের ১৪ দিন পর্যন্ত স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার চীনা কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করে। এ আদেশ পালনে ব্যর্থ হলে শাস্তির হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button