ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডস ২০২০ অনুষ্ঠিত, বিজয়ী ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সম্প্রতি ৮ম ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে বিজয়ীদের মধ্যে। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের মানচেষ্টার নগরীতে। অ্যাওয়ার্ডস প্রদানকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ওশেনিক গ্রুপ’- এর সিইও ইরফান ইউনিস আনুষ্ঠানিকভাবে ৩৩টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। তিনি বলেন, প্রতি বছর আমি দেখছি সেরা ব্রিটিশ মুসলিম কমিউনিটিকে পুরস্কৃতকরণ কিন্তু সবচেয়ে বড়ো বিস্ময়কর যে জিনিসটি দেখছি সেটা হচ্ছে, মেধাবীরা কতো বিশিষ্ট এবং কীভাবে তারা তাদের কমিউনিটির সেবায় কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, নিঃসন্দেহে মুসলিম কমিউনিটি উন্নত ও বিকশিত হতে থাকবে এবং ভবিষ্যত প্রজন্মসমূহের নেতৃত্ব হিসেবে কাজ করে যাবে। ১৩ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ওশেনিক কনসালটিং প্রধান ইংলিশ, স্কটিশ ও আইরিশ নগরীগুলোতে বার্ষিক পুরস্কার বিতরণীর আয়োজন করে।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত শুক্রবার মানচেষ্টারের পিকাডেলী হোটেলে। ২০২০ সালের ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডস বিজয়ীরা হচ্ছেন: মুসলিম ইন দ্য কমিউনিটি: আয়শা ও কিরন ইকবাল – ওদারা (বার্মিংহাম), মিডিয়া আর্টস এন্ড কালচারেল অ্যাওয়ারনেস: মবিন আজহার- বিবিসি (ওয়েস্ট মিনিস্টার, লন্ডন), ইয়াং এচিভার অব দ্য ইয়ার: জুয়েল অব জান্নাহ (মানচেষ্টার), চ্যারিটি অব দ্য ইয়ার: কারমিয়া ইনস্টিটিউট (নটিংহ্যাম), রিলিজিয়াস এডভোকেট অব দ্য ইয়ার: হাবিব খান- ডানফার্মলাইন সেন্ট্রাল মস্ক এন্ড ইসলামিক সেন্টার (ডানফার লাইন), নূর ইনায়াত খান মুসলিম উইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড: সাহার আল-ফাইফি-মুসলিম এনগেইজমেন্ট এন্ড ডেভেলাপমেন্ট (লন্ডন), ফুড বিজনেস অব দ্য ইয়ার: নাফিস বেইকারস এন্ড সুইটস (ব্রাডফোর্ড), এচিভমেন্ট ইন ল’: সাহার ফারুকী- ডিডব্লিউ এডভোকেসী (লন্ডন-ল্যাংবর্ন), দ্য মোহাম্মদ সারওয়ার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডস: মুনিরা মীর্জা- নাম্বার টেন পলিসি ইউনিট (ওয়েস্টমিনিস্টার, লন্ডন), এচিভমেন্টস ইন একাউন্টিং এন্ড ফাইন্যান্স: আদনান সাজিদ- ইউএইচওয়াই (মানচেস্টার), বিজনেস লীডার অব দ্য ইয়ার: রাহমীজ ইউনাস- ন্যাশনাল কেয়ার কনসোর্টিয়াম (নটিংহাম), এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার: সামরিন হোসেইন- দ্য মোডেস্টমি কালেকশন, স্পিরিট অব ব্রিটেন: ইয়াসমিন হারুন- মুসলিমাহ স্পোর্টস অ্যাসোসিয়েশন (রেডব্রিজ, লন্ডন), সার্ভিস টু এডুকেশন: সামমার জাভেদ- ইউনিভার্সিটি অব হাডডারফিল্ডসেজ বিজনেস স্কুল (হাডারর্স ফিল্ড), কমিউনিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার: তাসনীম ডিজ্যাবল্ড মুসলিম ম্যাট্রিমোনি (প্রেস্টন), বিজনেস অব দ্য ইয়ার: পাকিজা ডেইরিজ (রচডেইল), স্মল বিজনেস অব দ্য ইয়ার: জগ অন (অ্যাসেক্স), ইন্টারন্যাশনাল চ্যারিটি অব দ্য ইয়ার: মুসলিম চ্যারিটি (রেটফোর্ড), ওয়ান টু ওয়াচ: হাফসাহ দাবিরি- বাসিরা দ্য বাস্কেটবলার (লন্ডন), সোশ্যাল ইনক্লুশন গ্রুপ অব দ্য ইয়ার: বাংলা বান্তামস (ব্রাডফোর্ড), লিডিং লাইটস অব দ্য ইয়ার: নাগিনা মুনাওয়ার-আল মাস মার্শাল আর্টস সেন্টার (বার্মিংহাম), রাইজিং স্টার ইন স্পোর্টস: রোমান শফিক- ব্রিটিশ লন টেনিস অ্যাসোসিয়েশন (বার্নলে), ড: আব্বাস খান সার্ভিসেজ টু মেডিসিন অ্যাওয়ার্ড: মোহাম্মদ আব্বাস খাকি- জেনারেল মেডিকেল কাউন্সিল (ক্যামডেন, লন্ডন), প্রোফেশনাল ইন বিজনেস: কমর-উর-রহমান- ডিভি সলিসিটর্স (বেডফোর্ড), হজ্ব অপারেটর অব দ্য ইয়ার: মোহাম্মদ আরিফ- হজ্ব ট্যুরস (মানচেস্টার), ডিজিটাল অ্যাক্টিভিটি অব দ্য ইয়ার: আনিসা গ্রামস্- আনিসাগ্রামস (লেইসস্টার), আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব দ্য ইয়ার: মোহাম্মদ হারুন- গ্রেটার মানচেষ্টার ফুটবল ক্লাব (মানচেষ্টার), রিলিজিয়াস এডুকেশন প্রোভাইডার: জাওয়ারিয়া খান- আল ইমাম ইনস্টিটিউট (স্লাফ), রাইজিং স্টার অব দ্য ইয়ার: নাজওয়া জাওয়াহের- ডব্লিউএসপি (ব্রাডফোর্ড), কমিউনিটি গ্রুপ অব দ্য ইয়ার: পার্পল প্যাচ (ব্লাকবার্ন), রাইজিং স্টার ইন ল’: ভিক ইউনিস- ওয়াল জেমস্ চ্যাপেল সলিসিটর (সৌরব্রিজ), কর্পোরেট লিডার অব দ্য ইয়ার: উসমান বাশরত- লয়েডস ব্যাংকিং গ্রুপ (নটিংহ্যাম), কমিউনিটি পাইওনীয়ার্স অব দ্য ইয়ার: ইনসান (রিডিং), ইন্টারন্যাশনাল মুসলিম অব দ্য ইয়ার: ড: বাশায়ের আল মাজেদ- কুয়েত ইউনিভার্সিটি (কুয়েত), মস্ক অব দ্য ইয়ার: গ্রীনলেন মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার (বার্মিংহাম), ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার: মোহাম্মদ আরিফ- ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ক্যামডেন, লন্ডন), অর্গ্যানইজার অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার: খালিদ সাইফুল্লাহ- স্টার টিস্যু (ব্লাকবার্ব)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button