স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান এমপিদের

একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একদল এমপি। প্রিন্স চার্লসের ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড সফরকে সামনে রেখে এ আহ্বান জানানো হয়েছে। দ্য টাইমসকে লেখা এক চিঠিতে বিভিন্ন থিংকট্যাংক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রেসার গ্রুপের সঙ্গে মিলে ব্রিটিশ এমপিরা বলেন, অনেক আগেই এই উদ্যোগ নেয়া উচিত ছিল। এতে দুই রাষ্ট্রের নাগরিকদের সমানাধিকারের যে প্রতিশ্রুতি ব্রিটেন দিয়েছিল, সেটিও পূর্ণ হবে। বৃহস্পতিবার দখলদার ইসরাইল ও অধিকৃত পশ্চিমতীর সফরে যাবেন ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস।

এই সফরে বেথেলহেমে তিনি ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জেরুজালেমে ইসরাইলী প্রেসিডেন্ট রুইভেন রিভলিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আশউটস কনসেন্ট্রেশন ক্যাম্পের মুক্তির ৭৫তম বার্ষিকী স্মরণে বিশ্ব হলোকাস্ট ফোরামেও অংশ নেবেন এই ব্রিটিশ যুবরাজ।

চিঠিতে বলা হয়, দ্বিরাষ্ট্রীয় সমাধানে ২০১৪ সাল থেকে কোনো অর্থপূর্ণ অগ্রগতি হয়নি। আর ইসরাইলি পদক্ষেপে সেই উদ্যোগ নাই হয়ে যাচ্ছে। ‘অবৈধ ইসরাইলি বসতি বাড়ছে। এতে শান্তি চেষ্টা খর্ব হচ্ছে বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।’

চিঠিতে সই করেছেন লেবার পার্টির প্রধানের পদপ্রত্যাশী এমিলি থর্নবেরি ও কনজারভেটিভ মিডল ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্ট। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যে ফিলিস্তিনী দূত হুসাম জুমলত বলেন, বহু আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া উচিত ছিল ব্রিটিশ সরকারের। শান্তি প্রচেষ্টা ও আলোচনার বিরুদ্ধে যাবেন না এই স্বীকৃতি।

লিবারেল ডেমোক্র্যাট দলের এমপি অ্যালিস্টায়ার কারমিচালও এই চিঠিতে সই করেছেন। তিনি বলেন, ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিতে এক একটি সপ্তাহ পার হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধান কঠিন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button