লন্ডনের কোকো থিয়েটারে অগ্নিকাণ্ড

লন্ডনের ঐতিহাসিক কোকো থিয়েটার আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে এতে আকস্মিক অগ্নিকাণ্ড দেখা দেয়। ৮টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৬০ জন অগ্নিনির্বাপকের কঠোর পরিশ্রমে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভিডিওতে দেখা যায়, ভবনটির ছাদ দিয়ে ধোয়া ও আগুন উঠে যাচ্ছে আকাশে। কোকো থিয়েটারকে নতুন করে সাজানো হচ্ছিল। আগে এটি পরিচিত ছিল ক্যামডেন প্যালেস নামে। এরপর তাকে নতুন রূপ দিয়ে কোকো থিয়েটার হিসেবে চালু করার কথা ছিল এই বসন্তে।

উত্তর লন্ডনের ক্যামডেনে অবস্থিত এই ভেন্যুটি বিখ্যাত হয়েছে বিশ্বের মেগা মেগা শিল্পীদের কারণে। তারা এখানে সঙ্গীত পরিবেশ করেছেন। এর মধ্যে রয়েছেন ম্যাডোনা, প্রিন্স, কেনি ওয়েস্ট ও ব্রুনো মার্স। এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল ১৯০০ সালে। তখন এর নাম ছিল ক্যামডেন থিয়েটার। লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে, ২২ জন মানুষ জরুরি বিভাগে ফোন করে অগ্নিকান্ডের খবর জানান। ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার জোনাথন স্মিথ টুইটে বলেছেন, কঠোর শ্রম এবং দ্রæত গতির পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়া বন্ধ করা গেছে। তার ভাষায়, আমরা নিরাপত্তার জন্য সারারাত এখানে অবস্থান করছি। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button