এ বছরের সবচেয়ে বয়স্ক হাজি (ভিডিও)
এ বছরের সবচেয়ে বয়স্ক হাজি হচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি। তার বয়স ১৩০ বছর। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গত বুধবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন। জেদ্দা বিমান বন্দরে সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার হাতে কিছু উপহার তুলে দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই হাজির মেয়ে সাংবাদিকদের বলেছেন, তার বাবার দীর্ঘ দিনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন। এটাই তার বাবার প্রথম হজ।
এদিকে, এ বছর ইরানের সবচেয়ে বয়স্ক হাজির বয়স হচ্ছে ৯৯ বছর। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় গুলেস্তান প্রদেশের অধিবাসী। তবে তার নাম উল্লেখ করে নি ইরানের হজ সংস্থা। এবারের হজে ইরান থেকে ১০৭ বছর বয়সী একজন অংশ নেবেন বলে এর আগে মক্কা থেকে ইরানের চিকিৎসক দলের প্রধান জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তি হজে যান নি বলে জানা গেছে।
وصول المعمر الإندونيسي أوهي عيدروس سمري 130 عاما لمطار الملك عبدالعزيز الدولي بـ جدة بعد أن وجه #خادم_الحرمين_الشريفين باستضافته وعائلته خلال موسم حج هذا العام
pic.twitter.com/RH5FsRqBtd#الحج_1440
— راشـــ إبراهيم ــــد 💚MBS🇸🇦 (@abu_yzed66) 31 July 2019