প্রিন্স থেকে গোয়েন্দা

যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরস‚রি প্রিন্স উইলিয়াম প্রশিক্ষন নিতে যোগ দিয়েছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে (এসআইএস)। অনেকেই এই সংস্থাকে ‘জেমস বন্ড’ এর এমআইসিক্স নামে চেনেন। প্রিন্স উইলিয়াম সেখানে শিখেছেন গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির নানা কৌশল। এ কারণেই সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উইলিয়ামের ভক্তরা তাকে ‘জেমস বন্ড’ উপাধি দিয়েছেন। অনেকেই তাকে চলচিত্রে এই চরিত্রে দেখতেও চেয়েছেন।
প্রসঙ্গত, ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাতে জন্ম জেমস বন্ডের। এরপর চলচ্চিত্রের পর্দায় হাজির হয় জেমস বন্ড চরিত্রটি, দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এই কর্মকর্তার দুর্র্ধষ সব অভিযানের গল্প গোয়েন্দা কল্পকাহিনিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে।
উইলিয়াম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এমআই৬-এর কর্মীদের অবদান কাছে থেকে দেখাটা আমার জন্য সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ প্রিন্স উইলিয়াম এর আগে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে সাড়ে সাত বছর কাজ করেছেন। তবে, সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে এবারই প্রথম কাজ করলেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button