লেবার পার্টি প্রধান জেরেমি কোরবিন

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেব

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি প্রধান জেরেমি কোরবিন।

বুধবার বিকেলে লিভারপুলে দলীয় এক সম্মেলনে কোরবিন এ ঘোষণা দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভি খবর প্রকাশ করেছে।

ষড়যন্ত্রের কবলে ফিলিস্তিন

কোরবিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জেরেমি করবিনের এ ঘোষণার পর উপস্থিতি বহু মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

এর আগে গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।

গত বছর প্রিন্স উইলিয়ামপ্রথমবারের মতো ব্রিটিশ রাজকীয় সফরে ফিলিস্তিনী অঞ্চলে শরণার্থী শিবির পরিদর্শন করে এমনই একটি ঘোষণা দিয়ে বলেন, আমরা তোমাদের ভুলে যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button