ডিএসই’র নয়া চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া

Siddikur Rahmanসাবেক বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে এক সভায় পরিচালকদের সম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ডিএসই’র জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াখ আহমেদ সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাতজন স্বতন্ত্র ও চারজন শেয়ারহোল্ডার পরিচালক অনুমোদন দেয়া হয়। এছাড়া নির্বাচিত শেয়ারধারী পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার  হোসেনকেও পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকবেন। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক। এছাড়া চারজন শেয়ারধারী বিনিয়োগকারী, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক। তবে বর্তমানে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ছাড়াই ১২ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button