আজ থেকে ব্রিটেনের সময়ে এক ঘন্টা পরিবর্তন

Clockআজ রাত ২ টার পরিবর্তে ঘড়ির কাটা ১ ঘন্টা পিছিয়ে আসবে। আজ রাত ২ টার পরিবর্তে রাত ১ টা হবে। এর ফলে আনুষ্ঠানিকভবে সমাপ্তি ঘটছে এ বছরের ব্রিটিশ স্যামার টাইমের। এখন থেকে ব্রিটেনের দিন ছোট এবং রাত বড় হবে। লন্ডনের নামাযের সময়ের ও পরিবর্তন হবে আজ রাত থেকে। আজ রাত ১ টা থেকে বাংলাদেশে আগের ৫ ঘন্টা সময় তফাতের পরিবর্তে এখন থেকে ৬ঘন্টার ব্যবধান হবে। সকলকে পরিবর্তিত সময়ের সাথে প্রয়োজনীয় কার্যাবলী নির্ধারনে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, এশিয়া-ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ডে লাইট সেভিং টাইম বা বছরে দুটি সময়ের পদ্ধতি চালু আছে। দীর্ঘসময় সূর্যালোক থাকার সময় ঘড়ি এগিয়ে আনা ও পরে দিনের দৈর্ঘ্য ক্রমশ কমে আসায় এ পরিবর্তন। বিশেষ করে অন্ধকার থাকতেই শিশুদের স্কুলে পাঠানো ও সকালের ট্রেন-বাস ধরা দুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। সূর্যালোক অনুযায়ী ঘড়ির কাটা আবার যথাসময়ে এগিয়ে আসবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button