তুরস্কে নতুন মন্ত্রিসভা

তুরস্কের নবনিযুক্ত প্রধানমন্ত্রী আহমদ দাউদ ওগলু তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এতে পূর্ববর্তী সরকারের বেশির ভাগ মন্ত্রীকে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী আংকারায় তিনি এ ঘোষণা দেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ইইউবিষয়ক মন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং এই মন্ত্রণালয়ে এসেছেন ভলকান বজকুর। সাবেক প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগানের দুই ঘনিষ্ঠ সহযোগী ইয়ালসিন আকদোগান ও নুমান কুরতুলমুসকে নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী করা হয়েছে। তাদের স্থানে এসেছেন ইমরুল্লাহ ইসলার ও বাসির আতালাই। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে তুর্কি সরকারের অলোচনায় এ দু’জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ দিকে এরদোগানের সাথে মতপার্থক্যের গুজব ছিল যে আলী বাবাসান ও বুলেন্ত আরিংকের, তাদের দু’জনকে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। নতুন মন্ত্রিসভা থেকে অনুমান করা যায়, এরদোগান যুগের নীতি ও কৌশল দাউদ ওগলুর যুগও বদলাবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button