জন্মের আগেই প্রিন্স অথবা প্রিন্সেস

প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সন্তান পাবে প্রিন্স অথবা প্রিন্সেস অব কেমব্রিজ উপাধি। যদি হয় ছেলে সন্তান তাহলে তার নামের আগে যুক্ত হবে প্রিন্স অব কেমব্রিজ। যদি হয় মেয়ে সন্তান তাহলে তার নামের আগে যুক্ত হবে প্রিন্সেস অব কেমব্রিজ। কেট মিডলটন এখন অন্তঃস্বত্তা। তার গর্ভে রয়েছে ওই সন্তান। সে ভূমিষ্ঠ হওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গেছে জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে তার পদবি কি হবে। গতকাল অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৩ই জুলাই ওই সন্তান ভূমিষ্ঠ হতে পারে। এটাই হবে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান। কোন হাসপাতালে তাদের সন্তান ভূমিষ্ঠ হবে তাও ঠিক করা হয়েছে। সেটি হলো পেডিংটনে অবস্থিত সেন্ট মেরিস হাসপাতাল। এ বিষয়ে কেমব্রিজের মেয়র বলেছেন, এমন ঘটনা ঘটলে তা হবে এই শহরের এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, আমি নিশ্চিত কেমব্রিজের সব মানুষ এ ঘটনাকে ব্যাপকভাবে অভিনন্দিত করব। গত বছর কেমব্রিজ সফর করেছিলেন কেট মিডলটন। তখন তিনি সাক্ষাৎ করেছিলেন এ শহরের সাবেক মেয়র চ্যান্সেলর শিলা স্টিওয়ার্টের সঙ্গে। তিনি বলেছেন, এটা শুধু কেমব্রিজের জন্য একটি খুশির খবরই নয়। এতে এ শহরের সবাই উদ্বেলিত। সারা দেশ এখন ওই অনাগত শিশুর জন্মের প্রতীক্ষায়। গত ৩১শে ডিসেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা দেন- উইলিয়াম ও কেটের সন্তানের পদবি হবে প্রিন্স অথবা প্রিন্সেস অব কেমব্রিজ। জন্মের আগে কোন শিশুর ভাগ্যে এমন উপাধি বিরল। রাজপ্রাসাদের মুখপাত্র ওই ঘোষণা দেয়ার সময় বলেন, উইলিয়াম ও কেট মিডলটনের আরও সন্তান হলে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button