বৃষ্টিপাত বাড়াতে আমিরাতের কৃত্রিম পাহাড়

UAE To Build Artificial Mountain To Improve Rainfallমরুভূমির দেশগুলোর প্রধান সমস্যার নাম অনাবৃষ্টি। এসব দেশ সাধারণত বিস্তৃর্ণ সমভূমি বিশিষ্ট হওয়ার কারণে বাতাসের সাহায্যে মেঘ তৈরি হওয়া খুব কঠিন। আর তাই বৃষ্টিপাতও হয় অনেক কম।
তবে এ সমস্যা সমাধানের পথ হয়তো আবিষ্কার করে ফেলেছে মরুভূমির দেশ আরব আমিরাত। বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির জন্য তারা কৃত্রিম পাহাড় তৈরির পরিকল্পনা করছে।
কৃত্রিম পাহাড় তৈরির কাজ এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। এই পাহাড় বাতাসকে আকাশের দিকে ধাবিত করে মেঘ সৃষ্টিতে সহায়তা করে বৃষ্টিপাত ঘটাবে বলে নির্মাতারা জানিয়েছেন।
আমেরিকার ইউনিভার্সিটি করপোরেশন ফর অ্যাটমোসফরিক রিসার্স ( ইউসিএআর) নামের একটি সংস্থা এই কৃত্রিম পাহাড় নির্মাণের কাজ করবে বলে আমিরাত সরকারের এক উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন। এই প্রজেক্টির নাম দেয়া হয়েছে ‘ক্লাউড সিডিং’ বা ‘মেঘের বীজবপন’।
প্রাথমিকভাবে এই কৃত্রিম পাহাড় তৈরির জন্য ৫,৫৮,০০০ ডলার ব্যয় ধরা হয়েছে। তবে আমিরাতের কোন জায়গায় পাহাড়টি তৈরি করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button