সস্ত্রীক ভারত সফর করবেন প্রিন্স উইলিয়াম

Catস্ত্রী কেট মিডলটনকে সঙ্গে নিয়ে আগামী বছর ভারতে আসবেন প্রিন্স উইলিয়াম। ‘ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ’-এর ভারত সফরের খবর গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইটা টু্ইটারের মাধ্যমে এই কথা  জানিয়েছে কেনসিংটন প্যালেস।
ব্রিটেনের রাজকীয় দম্পতির এটাই প্রথম ভারত সফর হতে যাচ্ছে।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের সময়েই সরকারি ভাবে প্রিন্স উইলিয়াম দম্পতির এই ভারত সফরের কথা ঘোষণা করা হল।  তিন দিনের সফরে এখন ব্রিটেনে রয়েছেন নরেন্দ্র মোদী। এদিন তিনি রানি এলিজাবেথের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করেন।
সূত্রের খবর, প্রিন্স উইলিয়াম ও কেট এলেও সঙ্গে কিন্তু তাঁদের দুই সন্তান প্রিন্স জর্জ ও প্রিন্সেস চার্লটকে আনছেন না।  সর্বশেষ সরকারি সফরে গত বছর ডিসেম্বরে সস্ত্রীক নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস অবশ্য সরকারি সফরে মোট আটবার ভারতে এসেছেন। শেষ বার এসেছিলেন ২০১৩ সালে। ১৯৯২ সালে প্রিন্স উইলিয়ামের মা লেডি ডায়নাও ভারতে সফর করেছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button