৯৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা !

Pregইংল্যান্ডের পোর্টসমাউথের একটি হাসপাতাল থেকে পাঠানো একটি চিঠিতে এক নারীকে জানানো হলো যে, তিনি অন্তঃসত্ত্বা। এ খবর পেয়ে যে কোন নারীরই হয়তো খুশি হওয়ার কথা। কিন্তু, বিস্ময়ে আর অবিশ্বাসে এটা রীতিমতো হতভম্ব হওয়ার মতো খবর তার কাছে। ডরিস এইলিং নামের ওই নারী অবশ্য নিশ্চিত ছিলেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ কোথাও একটা বড় ধরনের ভুল করে বসে আছে। কারণ, ওই নারীর বয়স ১০০ ছুঁই-ছুঁই। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো। সাধারণভাবে, অন্তঃসত্ত্বা নারীদের জন্য সন্তান জন্মদানের পূর্বে যেমন মূত্র পরীক্ষা করা হয়, তেমনটি তাকেও করতে বলা হলো। হাসপাতালের ওই চিঠিতে তার নিজের জন্মতারিখেও বেশ ভালো করে চোখ বুলিয়েছেন তিনি। তার তো কোন ভুল হচ্ছে না! গলদটা অন্য কোথাও। ৯৯ বছর বয়সী ডরিসের ৩ সন্তানের সবাই পেনশনভোগী। এ বয়সে তাদের নতুন ভাই বা বোন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার খবরটা চমকানোর মতোই বটে! যাই হোক। শেষ পর্যন্ত পোর্টসমাউথ হাসপাতালের এনএইচএস ট্রাস্ট ডরিস ও তার পরিবারের সদস্যদের কাছে মারাত্মক এ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক একটি ভুলের কারণেই সব তালগোল পাকিয়ে গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button