বিশ্বের কনিষ্ঠতম পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট হলো ছয় বছরের ব্রিটিশ-পাকিস্তানি

Six-year-old British-Pakistani becomes world's youngest MS PowerPoint specialistছয় বছরের এক ব্রিটিশ-পাকিস্তানি বালক বিশ্বের কনিষ্ঠতম পাওয়ার পয়েন্টে মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার নাম হামজা শেহজাদ। দুই মাসের মধ্যে এটা তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে সে বিশ্বের সর্বকনিষ্ঠ অফিস ওয়ার্ল্ড ২০১৩-এর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট হয়েছিল।
শেহজাদ ১০০০ পয়েন্টের মধ্যে পায় ৮৫০। পাস করার জন্য দরকার ছিল ৭০০ পয়েন্ট। লন্ডনের মাইক্রোসফট ইনস্টিটিউট থেকে সে পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় একটি পত্রিকা জানায় শেহজাদ ক্রিয়েটিং ও ম্যানেজিং প্রেজেন্টেশনে ৯০%, ইনসারটিং ও ফরমেটিং শেপ ও স্লাইডে ৫০%, এপ্লাইয়িং ট্রানসিশন ও এনিমেশনে ১০০%, ম্যানেজিং মাল্টিপ্লাই প্রেজেন্টেশনে ১০০% স্কোর করে।
শেহজাদ মাত্র আড়াই বছর বয়সে নিজস্ব প্রথম ল্যাপটপ পায়। মা-বাবার কাছ থেকেই সে প্রথম এ বিষয়ে শিক্ষা গ্রহণ করে।
তার বাবা লন্ডনের একটি বহুজাতিক আইটি কোম্পানির ম্যানেজার। ২০১১ সালে তারা পাকিস্তান থেকে ইংল্যান্ডে পাড়ি জমায়।
শেহজাদের আগে আয়ান কোরেশি নামের এক পাকিস্তানি-ব্রিটিশ বালক ৫ বছর ১১ মাস বয়সে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল হয়েছিল।
আরেক পাকিস্তানি-ব্রিটিশ আরফা করিম ২০০৪ সালে ৯ বছর বয়সে কনিষ্ঠতম মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল হয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button