জনপ্রিয় উপস্থাপিকার রহস্যজনক মৃত্যু

uk presenter michaelব্রিটেনের এক জনপ্রিয় উপস্থাপিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩৮ বছর বয়সী মিশেল ওয়াটের মৃতদেহ তার নিজ বাড়িতেই পাওয়া গেছে।
তিনি স্বামী পল কের ও কন্যা জেমিকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন।
মিশেল সাবেক বক্সিং চ্যাম্পিয়ন জিম ওয়াটের মেয়ে। এটি জিমের পরিবারের দ্বিতীয় অপমৃত্যুর ঘটনা। এর আগে ১৯৯৫ সালে জিমের ছেলে জুনিয়র জিম ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারার যান। জিমের তিন সন্তানের মধ্যে দু’জনেরই অপমৃত্যু হয়েছে।
বুধবারের এ ঘটনার পর মিশেলের মা মার্গারেট ও বাবা জিম কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিশেল খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন- তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
মিশেল অসংখ্য অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। তবে ৬০ মিনিট মেকওভার নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন।
এছাড়া তিনি নিয়মিত একটি পত্রিকায় কলাম লিখতেন।
মিশেলের মৃত্যুতে তার সহকর্মীরা শোকাহত। তার কোনো শত্রু ছিল না বলে জানায় তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button