লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন জর্জ গ্যালওয়ে

george gallowayরেসপেক্ট লিডার ও সাবেক এমপি জর্জ গ্যালওয়ে ২০১৬ সালের লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের টুইটারে এ ঘোষণা দেন সাবেক বৃটিশ পার্লামেন্ট মেম্বার জজর্ গ্যালাওয়ে। গত ৭ই মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্র্যাডফোর্ড ওয়েস্ট আসনে লেবার পার্টির প্রার্থী নাজ শাহের কাছে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত হন তিনি। জর্জ গ্যালাওয়ে ১৯৭৯ সালে প্রথম লেবার দল থেকে এমপি নির্বাচিত হন। ২০০৩ সালে ইরাক যুদ্ধকে কেন্দ্র করে তৎকালিন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের ফরেইন পলিসির তীব্র সমালোচনার করায় লেবার থেকে বহিস্কার হন তিনি। এরপর গঠন করেন রেসপেক্ট পার্টি। ২০০৫ সালের পার্লামেন্ট নির্বাচনে বেথনালগ্রীন এন্ড বো আসনে ইরাক ইসু্যকে কাজে লাগিয়ে লেবার এমপি উনা কিংকে পরাজিত করে রেসপেক্টের প্রথম এমপি নির্বাচিত হন। ২০১০ সালের নির্বাচনে পপলার এন্ড লাইম হাউস আসনে লেবার এমপি জিম পিটজপেট্টিকের কাছে পরাজিত হয়ে টাওয়ার হ্যামলেট থেকে বিদায় হন জর্জ গ্যালাওয়ে। এরপর ২০১২ সালে ব্র্যাডফোর্ড ওয়েস্ট আসনের উপনির্বাচনে লেবার এমপিকে পরাজিত করেন। একই আসনে গত ৭ ই মে অনুষ্ঠিত নির্বাচনে লেবারের কাছে পরাজিত হন। আপাতত বেকার জর্জ গ্যালাওয়ে নিজের লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনার পাশাপাশি টুইটারে তার ছেলের সঙ্গে একটি ছবিও ছাপেন। ছবির করাপশনে লেখা ‘‘ডাড ইউ গট টু ডো দিস, আই হ্যাভ গট ইওর ব্যাক’’। এ ঘোষনার মাধ্যমে আবারো আলোচনায় আসেন তিনি। সপ্তাহ খানেক আগেও সংবাদ শিরোনাম ছিলেন জর্জ গ্যালাওয়ে। পার্লামেন্টারী ফান্ডের অপব্যবহার সংক্রান্ত একটি অভিযোগে জর্জ গ্যালাওয়ের বিরুদ্ধে তদন্ত করছে ইন্ডিপেনডেন্ট পার্লামেন্টারী স্ট্যান্ডার্ড কমিটি। রাজনীতির বাইরে ২০০৬ সালে সেলিব্রেটি বিগব্রাদার্সে গিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন জর্জ। তখন তিনি বিড়াল সেজে দুধ পান করেছিলেন। বেথনালগ্রীন এন্ড বোর এমপি থাকা অবস্থায় তাই করেছিলেন তিনি।
উল্লেখ্য ১০১৬ সালের লন্ডন মেয়র নির্বাচনে লেবার পার্টির মনোনয়নের জন্য এমপি সাদিক খান, তেসা জু্য়েল, ডায়ান এবোট এবং ডেভিড লামি ক্যাম্পেইন করে যাচ্ছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button