রাত পোহালেই ব্রিটেনে সংসদ নির্বাচন

UK Voteরাত পোহালেই ব্রিটেনে শুরু হবে সংসদ নির্বাচন। ৭ মে বৃহস্পতিবার ব্রিটেনবাসীরা ভোট দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। বড় দলগুলোর নেতারা দেশে বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এবারে ব্রিটেনের সংসদ নির্বাচনে কারা জয়ী হবে তা আগাম বলা যাচ্ছে না। জনমত জরিপে শাসক কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টি জনপ্রিয়তা প্রায় সমান।
জনমত জরিপে কোনও দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে নির্বাচনে ব্রিটেনর ছোট দলগুলো কতটি আসন পায় সেদিকে তাকিয়ে আছে বড় দুই দল। ছোট দলগুলোর মধ্যে আছে লিবারেল ডেমোক্রেট ও ইউকিপের মত দল। এ দলগুলো ভালো আসন পেলে বড় দলগুলো তাদের নিয়ে সরকার গড়ার চেষ্টা চালাবে। এমনটাই বলেছে দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এবারকার নির্বাচনে ব্রিটেনের জাতীয় ইস্যুগুলোর পাশাপাশি বড় দলগুলো নেতাদের ব্যক্তিত্ব নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কনজারভেটিভ পার্টির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন ও লেবার পার্টি এড মিলিব্যান্ড দুই নেতার চরিত্র ভিন্ন। এর উপর ভরসা করেই ব্রিটেন বাসী ভোট দিবে।
এড মিলিব্যান্ড একজন আবেগপূর্ণ ব্যক্তিত্ব ও দর্শন ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন। আর ডেভিড ক্যামেরন বাস্তবমুখী, যেটা অনেক ব্রিটিশ পছন্দ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button