দুই দলের ক্ষমতার লডাইয়ে দেশবাসী আজ দিশেহারা : এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের কোনো মসজিদের বিদ্যুৎ বিল দিতে হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এইক সঙ্গে নাস্তিক-মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের জামি’আ ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় খতমে বুখারি শরিফ বিশেষ দু’আ মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এতে এরশাদ দুটি দলের ক্ষমতায় যাবার লডাইয়ে দেশবাসী আজ দিশেহারা হয়ে পড়েছে অভিযোগ করে বলেন, ক্ষমতা আকড়ে থাকার জন্য তারা দেশকে বারবার সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। দুটি দল দেশ আর জাতিকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়।
অথচ তার দল একই সঙ্গে সরকার ও বিরোধী দলে রয়েছে। তিনি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন।
মধুপুর পীর হযরত মওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আব্দুল বাতেন। পরে অনুষ্ঠানের মোনাজাত করেন মধুপুর পীর হযরত মওলানা আব্দুল হামিদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button