এবার গাজায় জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ইসরাইলি হত্যাযজ্ঞ

Gazaফিলিস্তিনের গাজায় জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার বেইত হানুনের এই আশ্রয় কেন্দ্রে গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে। নিহতের সংখ্যা ৩০ বলে আরেকটি সূত্র দাবি করেছে।
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন তদন্তে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সিদ্ধান্ত গ্রহণের একদিন পর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত তিন দিনে চতুর্থবারের মতো এ ধরনের হামলা ঘটলো।
কয়েকদিন আগে হাসপাতালের মতো স্থাপনায় বর্বরোচিত হামলা চালিয়ে চিকিত্সক ও রোগীদের নির্বিচারে হত্যা করেছিল ইসরাইলি সেনাবাহিনী। এমনকি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রেও হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা।
গাজায় ইসরাইলি একতরফা আগ্রাসন গতকাল বৃহস্পতিবার ১৭তম দিনে গড়িয়েছে। এতে নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় সাড়ে সাতশ’। আহত পাঁচ সহগ্রাধিক। হতাহতদের ৮০ ভাগই নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ সাধারণ ফিলিস্তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button