টেকনাফে ব্রিটিশ আমলের মর্টারশেল উদ্ধার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ে ব্রিটিশ আমলের ১০০ কেজি ওজনের পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বনবিভাগের একটি দল বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা এলাকার পানিরছড়া নামক পাহাড়ে সামাজিক বনায়নের কাজ করতে গিয়ে এই পরিত্যক্ত মর্টারশেলের সন্ধান পায়।
শেলটির ওজন ১০০ কেজি। প্রায় ২৪ ইঞ্চি লম্বা। এটি ব্রিটিশ আমলের অবিস্ফোরিত একটি বোমা বলে ধারণা করে বিস্ফোরকটি ওই স্থান থেকে না সরিয়ে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের অবহিত করেছে পুলিশ।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকটি দেখেছেন। প্রাথমিক অবস্থায় এটি ব্রিটিশ আমলের অবিস্ফোরিত একটি বোমা বলে ধারণা করা হচ্ছে।
টকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন মর্টালশেল উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্টালশেলটি নিষ্ক্রিয় বা সক্রিয় কিনা তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই স্থানটিকে বালির বস্তা দিয়ে নিরাপদে রাখা হয়েছে। এদিকে মর্টারশেলটি এক নজর দেখার জন্য স্থানীয় লোকের সমাগম ঘটেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button