ভোটে ধরাশায়ী হচ্ছেন ইসলামবিরোধী সেই ডাচ নেতা

EUইউরোপীয় সংসদের নির্বাচনে নেদারল্যান্ডের ইসলামবিরোধী উগ্রপন্থী নেতা গার্ট ওয়াল্ডার্স ধরাশায়ী হবেন বলে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে। সরকারি টিভি পরিচালিত সমীক্ষায় বলা হয়েছে, গার্ট নির্বাচনে চতুর্থ অবস্থানে থাকতে পারেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল প্রকাশ করা হবে রবিবার। এর আগে  কয়েক মাস ধরে জনমত জরিপে তিনি এগিয়ে ছিলেন। নির্বাচনের ফল গার্টের জন্য বিপর্যকর হতে পারে। নির্বাচনে গার্টের দল পিভিভি মাত্র ১২.৭ শতাংশ ভোট পেতে পারে।
নেদারল্যান্ডের সরকারি টিভির পক্ষে ৪০ হাজার ভোটারের ওপর জনমত জরিপটি পরিচালনা করেছে আইপিএসওএস।
নেদারল্যান্ড থেকে মরক্কোর অভিবাসীদের তাড়িয়ে দেয়ার প্রচারণা চালিয়ে লাইমলাইটে চলে আসেন গার্ট। এছাড়া নির্বাচনের আগে তিনি ইসলামবিরোধী স্লোগান সংবলিত স্টিকার বিতরণ করেন।
গার্ট বলেছেন, তিনি মুসলমানদের ঘৃণা করেন না, ইসলামকে ঘৃণা করেন।  মুসলমানদের ৫ থেকে ১৫ শতাংশ চরমপন্থী বলে তার বিশ্বাস। তার মতে উদারপন্থী ইসলাম বলে কিছু নেই।
কুখ্যাত এই রাজনীতিকের দাবি, নেদারল্যান্ডে থাকতে হলে মুসলমানদের পবিত্র কোরআনের অর্ধেক ছিড়ে ফেলতে হবে । মহানবী সা.কে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন তিনি। পবিত্র কোরআনকে ফ্যাসিবাদী গ্রন্থ বলেও মন্তব্য করেছেন গার্ট। (নাউযুবিল্লাহ)।
গার্ট যৌবনকালে ইসরাইলে ২ বছর বসবাস করেছিলেন। গত ২৫ বছরে তিনি ৪০ বার ইসরাইল সফর করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button