মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা সৌদি আরবের

Egyptসৌদি আরব আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র সৌদি আরব আরও দুটি সংগঠন নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্টকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। এদিকে সৌদি আরবের এ পদক্ষেপ কাতারের ওপর চাপ বাড়াতে পারে। কারণ, মুসলিম ব্রাদারহুডের প্রতি কাতারের সমর্থন রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট সংগঠন দুটির সদস্যরা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াই করছে। বিদেশে সৌদি আরবের কোন নাগরিক লড়াইয়ে জড়িত প্রমাণিত হলে তাকে ৩ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার একটি ডিক্রিও কার্যকর করা হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button