সহিংসতার অপরাধে আটক ব্রিটেনে হাজার হাজার শিশু-কিশোর

Crimeইংল্যান্ড ও ওয়েলসে ১০ বছর বয়সী শিশুসহ কয়েক হাজার শিশু-কিশোর সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে আটক হয়েছে। গত দু’বছরের তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মিররের এক জরিপে দেখা যায়, দেশটিতে অগ্নিকাণ্ড, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১০ থেকে ১২ বছর বয়সী ৮৫১১ জন শিশু-কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ২০১১ সাল থেকে চলতি বছর পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করেছে পত্রিকাটি।
তবে শিশু-কিশোর আটকের এ সংখ্যা অনেক বেশি হবে বলে জানায় ডেইলি মিরর। কারণ, জরিপে ওয়েস্ট মিডল্যান্ডস ও গুয়েন্ট পুলিশ কোন তথ্য দিতে পারেনি।
তাছাড়া, সহিংসতামূলক ঘটনার এক চতুর্থাংশ পুলিশের কাছে রিপোর্ট করে বলে জানায় পত্রিকাটি। এছাড়া, ব্রিটেনের শিশু বিষয়ক কমিশনের অফিস জানায়, ১১ বছর বয়সী অনেক শিশু সমবয়সীদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়।
দেশটির অপরাধ প্রতিরোধ মন্ত্রী নরম্যান বাকের বলেন, “অল্প বয়সীদের এমন জঘন্য অপরাধে জড়ানোর ঘটনায় অভিভাবকদের অবশ্যই দায়িত্ব রয়েছে। পাশাপাশি সরকারকেও তার দায়িত্ব পালন করতে হবে।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button