মাইক টাইসনকে ব্রিটেন প্রবেশে বাধা

Mikeসাবেক বক্সিং শিরোপাজয়ী মাইক টাইসন বৃটেনে ভ্রমণে যেতে পারবেন না। একটি ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তার উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। বুধবার টাইসন লন্ডন বিমানবন্দরে পৌঁছলে বৃটেনে প্রবেশে তার উপর নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে এবং সঙ্গে সঙ্গেই তাকে প্যারিসে চলে  যেতে হয়েছে। টাইসন ১৯৯২ সালে এক কিশোরীকে ধর্ষণের মামলায় ৬ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এরই মধ্যে টাইসন তিন বছর সাজা ভোগ করেছেন। এছাড়াও তিনি কোকেন, বেআইনিভাবে গাড়ি চালানো, মারধরসহ বেশকিছু মামলার আসামি। গতকাল টাইসন একটি আত্মজীবনীমূলক বইয়ের প্রচারণা কাজের জন্য লন্ডন বিমানবন্দরে পৌঁছেন। এছাড়াও লন্ডনে একটি ফটোসেশনে অংশ নেয়ার কথা ছিল তার। টাইসনের প্রকাশক ওয়াটেরস্টোন জানিয়েছেন, ‘সমপ্রতি পরিবর্তন হওয়া বৃটেন অভিবাসন আইনের কারণে টাইসন বৃটেনে প্রবেশ করতে পারেননি। তাই প্যারিসে ফিরে গেছেন’।
এদিকে টুইটার বার্তায় টাইসন জানিয়েছেন, ‘বৃটেন আইন পরিবর্তন হওয়ার বিষয়টি তার জানা না থাকার কারণে এমনটা হয়েছে। শুক্রবারই নতুন আইন অনুযায়ী বৃটেনে প্রবেশের অনুমতি চাওয়া হবে’।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button