ইউরোপে বাম রাজনীতির নতুন ঢেউ

EU Pliticsইউরোপের দেশে দেশে নতুন করে বাম রাজনীতির ঢেউ লেগেছে। এর ফলে বাম রাজনীতিকদের মাঝে দেখা দিয়েছে নতুন উচ্ছ্বাস। কারণ, সাম্প্রতিক গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে শেষ হাসি হেসেছে বামপন্থী রাজনৈতিক দল সিরিজা পার্টি। যদিও অনেকে ভাবতেও পারেননি অ্যালেক্সিস সিপরাসের সিরিজা পার্টি এভাবে দাপুটে জয় নিয়ে সরকার গঠন করবে। এজন্যই গ্রিসে বামপন্থী সিরিজা পার্টির ক্ষমতাগ্রহণের মাধ্যমে ইউরোপে বাম রাজনীতিতে নতুন ধারা সূচিত হতে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তাই সিরিজা পার্টির সরকার গঠনের পর বিভিন্ন দেশের বামপন্থী দল তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নতুন হিসাব কষা শুরু করেছে।
জানা যায়, সিরিজা পার্টির জয়ের পর ইউরোপে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখা গেছে স্পেনের বামপন্থী দল পোদেমোসকে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশা এবং উচ্চাশার দিক থেকে কোনো অংশেই পিছিয়ে নেই দলটি। এজন্যই আসন্ন পার্লামেন্ট নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা দেখছেন বলে আশাবাদী দলটির প্রধান পাবলো ইগলেসিয়াস। জনমত জরিপ দেখেই তিনি পোদেমোসের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হচ্ছেন বলে জানিয়েছেন। এর ধারাবাহিকতায় স্পেনের নব্য ধারার উদারপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করেছেন তিনি।
স্পেনের পর আয়ারল্যান্ডের আসন্ন নির্বাচনেও বামপন্থীরা জয়লাভ করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন গ্রিসের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস। নির্বাচনে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের নির্বাচনে বামপন্থী সিন ফেইন দল বিজয়ী হবে বলে ঘোষণা দেন তিনি। আপাতদৃষ্টিতে তা অসম্ভব মনে হলেও জয় খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন সিপরাস। প্রসঙ্গত, গ্রিসে সিরিজা পার্টির জয়কে ইতিবাচক হিসেবে গ্রহণ করে দলটিকে অভিনন্দন জানিয়েছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। বিভিন্ন ইস্যুতে গ্রিসকে সঙ্গে নিয়ে ইউরোপের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার আভাসও দিয়েছেন তিনি। ফ্রান্সের বাজেট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী কমিটি ইউরোপিয়ান কমিশনের (ইসি) সঙ্গে টানাপড়েনের মধ্যেই ওলাঁদ এই আভাস দেন। ফলশ্রুতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান টানাপড়েন আরো বেশি তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ওলাঁদ সিপরাসের পক্ষ নিলেও ব্রিটেনের বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড এখনো তার অবস্থান স্পষ্ট করেননি। অবশ্য ব্রিটিশ লেবার পার্টির এ নেতা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে গ্রিসের সিপরাসের সঙ্গেই সুর মেলাবেন বলে ধারণা করা হচ্ছে। এভাবে ইউরোপে বামপন্থীরা ক্ষমতায় বসলে এক সময় ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) বামপন্থী-ডানপন্থী বিভাজনও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষক মার্ক মারডেল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button