দুই জামায়াত নেতাকে হাইকোর্টে তলব

রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করায় আদালত অবমাননার অভিযোগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান মো. ইব্রাহিমকে তলব করেছে হাইকোর্ট। বিবৃতি দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বক্তব্য দেয়া এবং প্রতিবাদে হরতাল ডাকার কারণ ব্যাখ্যা করতে তাদের আগামী ১৬ই সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। দুই জামায়াত নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। গত ১লা আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। এ রায়ের বিরুদ্ধে ১২ ও ১৩ই আগস্ট হরতাল আহ্বান করে দলটি।
মো. ইব্রাহিমের স্বাক্ষরে রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ হরতাল আহ্বান করেন। রায় প্রত্যাখ্যান করে রফিকুল ইসলাম খান বলেন, এটি একটি ভুল রায়। এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button