ওবামার আমন্ত্রণ

নারী বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

Playপ্রথম দল হিসেবে তৃতীয়বার ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র। এর আগে তারা ১৯৯১ ও ১৯৯৯ সালে শিরোপা জিতেছিল। এবার কানাডায় হওয়া বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতলো তারা। ফাইনালে ২০১১ সালের চ্যাম্পিয়ন জাপানকে ৫-২ গোলে উড়িয়ে এই গৌরব অর্জন করেছে যুক্তরাষ্ট্র। এতে গতবারের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তারা। গতবার ফাইনালে তারা জাপানের কাছে টাইব্রেকারে ৩-১ গোলে হারে। এবারের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। মাত্র ১৬ মিনিটের মধ্যে তারা ৪-০ গোলে এগিয়ে যায়। কার্লি লায়োড আদায় করে নেন দুর্দান্ত হ্যাটট্রিক। তিনি ৩, ৫ ও ১৬ মিনিটে তিনটি গোল করেন। ফাঁকে ১৪ মিনিটে একটি গোল করেন ইলডে। ২৭ মিনিটে ওমিগির গোলে ব্যবধান কমায় জাপান। ৫২ মিনিটে তাদেরকে আরেকটু ব্যবধান কমাতে ‘সাহায্য’ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জনস্টন। তার আত্মধাতি গোলে ব্যবধান দাঁড়ায় ৪-২ গোলে। কিন্তু এর দুই মিনিট বাদে যুক্তরাষ্ট্রের ৫-২ গোলের বড় জয় নিশ্চত করেন হিথ।
এদিকে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টুইটার বার্তায় এ আমন্ত্রণ জানান তিনি।
টুইটারে নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়ে ওবামা লেখেন, ‘আমাদের দেশ তোমাদেরকে নিয়ে গর্বিত। বিশ্বকাপ নিয়ে শীঘ্রই তোমাদের হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button