রুশনারা আলীকে লন্ডন মহানগর বিএনপি’র স্মারকলিপি প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখা বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বিশেষ করে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীকে তার দলীয় কার্য্যালয়ে অবরুদ্ধ করে রাখা, নেতাকর্মীদের গুলি করে হত্যা প্রতিবাদে আন্তর্জাতক চাপ প্রয়োগ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলীকে স্মারকলিপি প্রদান করে।
সম্প্রতি বেথনালগ্রীনস্থ লেবার পার্টির কার্য্যালয়ে এই প্রতিনিধি দলের সাথে ছিলেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক এনু, যুগ্ন সম্পাদক হেলাল নাসিমুজ্জামান, এডাভোকেট খলিলুর রহমান খলিল প্রমূখ।
এসময় রুশনারা আলী এমপি বলেন, বাংলাদেশে গণতন্ত্র্রকে অব্যাহত রাখতে তার সর্বাত্ত্বক প্রচেষ্ঠা থাকবে।



