ইরানে বিমান বিধ্বস্ত, ক্রুসহ নিহত ৪৮

Iranইরানে একটি বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ৪৮ জন যাত্রী নিহত হয়েছে। রাজধানী তেহরানের পাশে মেহরাবাদ বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানায়, তাবান এয়ারলাইনসের বিমানটি মেহরাবাদ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর তাবাসের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ৫ শিশুও ছিল।
ইরানে একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেই চলছে। এর কারণ হিসেবে পুরোনো বিমান ও দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে আমেরিকান বিমানগুলো আধুনিকিকরণ ও ইউরোপ থেকে যন্ত্রাংশ আমদানি ব্যবহত হচ্ছে। সেজন্য রাশিয়ান বিমানের ওপর নির্ভর করছে দেশটি। কিন্তু সোভিয়েত আমলে সংগ্রহ করা এসব বিমানের যন্ত্রাংশ পাওয়া দূরহ হয়ে পড়েছে। এর আগে ২০১১ সালের জানুয়ারিতে একটি বড় ধরনের বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button