কানাডার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫ নিখোঁজ ৩১

Canadaকানাডার কুইবেক অঙ্গরাজ্যের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লেগে পাঁচজনের নিশ্চিত মৃত্যু হয়েছে এবং ৩১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার ভোররাত ১টার দিকে কুইবেক শহর থেকে ২২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত লিসলে-ভারটে শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে আগুনের সূচনা হয়।
বৃদ্ধাশ্রমটির বহু অধিবাসীকে হুইলচেয়ার এবং ওয়াকিং ফ্রেম ব্যবহার করে চলাফেরা করতে হত। ফলে আগুন লাগার পর তাদের পক্ষে দ্রুত পালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
আগুন লাগার পরপরই তা থামানোর জন্য বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়া হয়। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যখন আগুন নেভাতে শুরু করেন তখন ভেতর থেকে এমন বহু মানুষের আর্তচিত্‌কার ভেসে আসে যাদের সাহায্যে এগিয়ে যাওয়া তখন তাদের পক্ষে সম্ভব ছিল না। স্থানীয় অগ্নি নির্বাপক কর্মকর্তা ইভন চ্যারন বলেন, ‘এটি ছিল একটি নারকীয় রাত।’
বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগার সময় ৫০ থেকে ৬০ জন অধিবাসী ছিলেন। এদের মধ্য থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে যাদের মধ্যে তিনজন আহত হয়েছেন। কর্মকর্তারা আশা করছেন, যে ৩১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কেউ কেউ হয়তো আগুন লাগার আগে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button