‘ইস্তাম্বুল এয়ারপোর্ট’ ইউরোপের অন্যতম ব্যস্ত বিমান বন্দর
তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুলকাদির উডরালগু বলেছেন, তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। গত ২ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দৈনিক গড়ে ১৩৫২টি ফ্লাইট উঠানামা করেছে এই বিমানবন্দরে। সম্প্রতি এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রী এ মন্তব্য করেন।
উল্লেখ্য, তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে অবস্থিত এই এয়ারপোর্ট চালু হয় অর্ধ যুগ আগে। ইতোমধ্যে ব্যস্ততার দিক দিয়ে এই এয়ারপোর্ট ইউরোপের অনেক বিমানবন্দরকে ছাড়িয়ে গেছে। উরালগু বলেন, আমাদের ইস্তাম্বুল এয়ারপোর্ট তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে । এয়ারপোর্টটি ইতোমধ্যে তার কর্মতৎপরতার মাধ্যমে লন্ডন আমস্টারডাম ও প্যারিসের বিমানবন্দর গুলোকেও পেছনে ফেলে দিয়েছে।
এছাড়া তুরস্কের সাবিহা গুকসেন এয়ারপোর্ট একই তালিকার দশম স্থানে আছে। এই বিমানবন্দর প্রতিদিন গড়ে ৬৬২টি ফ্লাইট পরিচালনা করছে। ‘অর্গানাইজেশন ফর দা সেফটি অব এয়ার নেভিগেশন’এর পরিসংখ্যান অনুসারে ইস্তাম্বুল এয়ারপোর্টে ২০১৯ সালের তুলনায় বর্তমানে ফ্লাইটের সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া তুরস্কের অপর এয়ারপোর্ট সাবিহা গোকসেম এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা বেড়েছে আগের বছরের তুলনায় ১১ শতাংশ।
মন্ত্রী আরও জানান, বিমানযাত্রীর সংখ্যার বিচারে তুরস্ক ইউরোপের সবচেয়ে ব্যস্ত দেশগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে।
দেশটি থেকে প্রতিদিন গড়ে ২৫০০ ফ্লাইট পরিচালিত হয়। তিনি ফ্লাইট ঘনত্বের সাফল্যের উপর জোর দিয়ে বলেন, আমাদের আকাশ সীমায় বিলম্বের বিষয়টি প্রতি শূন্য দশমিক পাঁচ মিনিটেরও কম।
সংশ্লিষ্টদের মতে, বিমান চলাচলের ইতিহাসে এটা এক বিস্ময়। আর এই বিস্ময়কর বিষয়টি সম্ভব করেছে তুরস্ক।



