সিডনি অপেরা হাউসের ৪০ বছর উদযাপন

Opera Houseস্থাপত্য শিল্পের অনিন্দ্য নিদর্শন সুরম্য সিডনি অপেরা হাউস রোববার তার ৪০তম বার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে মানুষের সৃজনশীলতার অনবদ্য নিদর্শন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। চলছে নানা উত্সব।
সমুদ্রের ওপর নির্মিত এ অপেরা হাউসের বর্ষপূর্তির উত্সবে যোগ দিয়েছেন অসংখ্য মানুষ। তারা ঢাকঢোল পিটিয়ে নেচেগেয়ে উত্সবে মেতেছেন।
১৯৫৬ সালে ডেনমার্কের স্থপতি জন উটজন সিডনি অপেরা হাউস স্থাপন করেন। তিনি ২০০৮ সালের ২৯ নভেম্বর ৯০ বছর বয়সে পরলোক গমন করেন। সিডনি অপেরা হাউসের বর্ষপূর্তি অনুষ্ঠানে জন উটজনের পরিবারের সদস্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। নির্মাণের পর থেকে জন উটজনের পরিবারের তিন প্রজন্ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আসছেন। উটজনের ছেলে জন উটজন উচ্ছ্বসিত লোকজনের উদ্দেশে বলেন, তার বাবার এই মহান কীর্তিতে এত আনন্দ উত্সব দেখে তিনি খুবই উচ্ছ্বসিত। এটা খুবই আনন্দের।
তিনি বলেন, এটা সাধারণ মানুষের ঘর। এর দাবিদার কেবল অস্ট্রেলিয়ার জনগণ নয়, গোটা বিশ্ব।  ২০০৭ সালে সিডনি অপেরা হাউস বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button