যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা চান ডোনাল্ড ট্রাম্প

Trampরিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারী দম্পতির প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যতোক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততোক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত।
তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-যুক্তরাষ্ট্রসুলভ বক্তব্য বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি প্রকাশের পরপরই রিপাবলিকান পার্টিতে তার প্রতিদ্বন্দ্বী বেন কারসেন আহ্বান জানান, যুক্তরাষ্ট্রে সফররত সকল বিদেশিদের ‘নিবন্ধন ও নজরদারী’র আওতায় আনার।
অন্যদিকে অপর এক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রত্যাশী, সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদপ্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করে।
আর সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্ক’ মানুষ।
গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে ওই দম্পতি ইসলামী কট্টরপন্থায় উদ্বুদ্ধ ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button