মিসরকে ৩৯০ কোটি ডলার সাহায্য দেবে ইউএই

সংযুক্ত আরব আমিরাত সফরকারী মিসরের প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিসরকে প্রায় ৪০০ কোটি ডলার সহায়তা দেবে আমিরাত।
মিসরের দৈনিক আল ওয়াফাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওড়ি গতকাল সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর মিসরকে ৩৯০ কোটি ডলার সহায়তা দেয়ার কথা জানিয়ে বলেছেন, এর মধ্যে ১০০ কোটি ডলার জ্বালানি কেনা এবং বাকি ২৯০ কোটি ডলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে। মিশর ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে সমঝোতাপত্রেও সই করেন। সৌদি আরবের পর মিসরে দ্বিতীয় বৃহত্তম পুঁজি বিনিয়োগকারী দেশ হচ্ছে আরব আমিরাত। এর আগেও আরব আমিরাত মিশরকে অফেরতযোগ্য ১০০ কোটি ডলারের সাহায্য এবং ২০০ কোটি ডলার ঋণ দিয়েছিল।
২০১৩ সালের ৩০ জুন মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসি সরকারের পতন ঘটার পর সংযুক্ত আরব আমিরাত মিশরের সেনা সমর্থিত সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button