কাদের মোল্লার ফাঁসির রায়ের রিভিউ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেলারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের রিভিউ আবেদনের ওপর শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন নেতৃত্বে আপিল বিভাগে ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টার দিকে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ওপর স্থগিতাদেশ নিয়ে শুনানি শুরু করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এ সময় কাদের মোল্লার ফাঁসি কার্যকরের স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা।
জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অপর বিচারপতিরা হলেন- সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। প্রায় একই সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এজলাস কক্ষে আসেন।
মঙ্গলবার রাতে শেষ মুহূর্তে চেম্বার বিচারপতির এক আদেশে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত হয়ে যায়। আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আকস্মিক আদেশে এই জামায়াত নেতার মৃত্যুদ- কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।
৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। গত ১৭ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন আপিল বিভাগ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button