তুরস্কে স্ফার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
তুরস্কে মঙ্গলবার নারীদের হেড স্কার্ফ পরার ওপর থেকে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দেশটির গণতান্ত্রিক ঐতিহ্য আরো মজবুত করার লক্ষ্যে প্রণীত একটি প্যাকেজ কর্মসূচির আলোকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে বিচার বিভাগ ও সামরিক বাহিনীর ক্ষেত্রে নতুন আইনটি প্রযোজ্য হবে না। তুরস্কে প্রায় ৯০ বছর ধরে সরকারি প্রতিষ্ঠানে স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার তুরস্কের উপপ্রধানমন্ত্রী বাকির বোজদ্যাগ তার ট্যুইটার অ্যাকাউন্টে বলেন, পোশাক পরা এবং জীবনযাত্রার স্বাধীনতায় হস্তক্ষেপকারী আইনটি এখন ইতিহাসে পরিণত হয়েছে। তিনি বলেন, আগের আইনটি আমাদের জাতির মধ্যে অসাম্য, অবিচার সৃষ্টি করছিল। তুরস্কের সেক্যুলারপন্থীরা স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইসলামিকরণের দিকে যাত্রা বলে অভিহিত করেছে। ১৯২৫ সালে কামাল আতাতুর্ক নারীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।