৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে
উড্ডয়নে নতুন রেকর্ড গড়লো তুরস্কের ড্রোন
আকাশে সবচেয়ে বেশি সময় ওড়ার নতুন রেকর্ড গড়েছে তুরস্কের তৈরি মানববিহীন আঙ্কা-এস ইউকেভ। ড্রোনটি ৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে। তুর্কি এ ড্রোনটি নতুন প্রজন্মের সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে নতুন মাইলফলক।
তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কা তার লক্ষ্য অর্জন করেছে। এটি সর্বোচ্চ সময় আকাশে ওড়ার রেকর্ড ভেঙে দিয়েছে ৩০ ঘণ্টা ৩০ মিনিটের একটি মিশন ফ্লাইটের মাধ্যমে। আঙ্কা-এস ইউকেভ এই ড্রোনটি হলো নতুন প্রজন্মের ড্রোন। এর আগে ২৪ ঘন্টা আকাশে ওড়তে সমর্থ হয় এটি। এবার ওড়ল ৩০ ঘণ্টার বেশি। আগের মডেলের ড্রোনটি ২৫০ কেজি ভার বহন করতে পারত। নতুন প্রজন্মের এই ড্রোনটি প্রায় ৩৫০ কেজি ওজন বহন করতে পারবে।