আগামী বছরের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা

সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা যেগুলো ২০১৮ ঘটবে-
শীতকালীন অলিম্পিক: পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শুরু হবে শীতকালীন অলিম্পিক। শেষ হবে ফেব্রুয়ারি ২৫ তারিখ।
কিউবায় কাস্ত্রো যুগের অবসান: আগামী ২৪ ফেব্রুয়ারি কিউবার প্রেসিডেন্ট হিসেবে অবসরে যাবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তিনি দেশটির বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ছোট ভাই। রাউল কাস্ত্রোর অবসরের মধ্য দিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে প্রায় ছয় দশকের কাস্ত্রো যুগের অবসান হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন: ১৮ মার্চ অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে চতুর্থবারের জন্য লড়বেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ: ১৪ জুন রাজধানী মস্কোয় শুরু হবে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের আসর। শেষ হবে ১৫ জুলাই।
মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন: যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এটাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম বড় ধরনের কোনো নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button