ব্রিটেনে বিদ্রোহী ২১ এমপিকে বরখাস্ত

চুক্তিবিহিন ব্রেক্সিট ঠেকাতে বিদ্রোহ করা ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ২১ এমপিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রপৌত্র স্যার নিকোলাস সোয়ামস। ওই ২১ জন এমপি নিজ দলের প্রধানমন্ত্রী জনসনের বরখাস্ত করার হুমকি উপেক্ষা করে বিরোধীদের সঙ্গে যোগ দেন। তারা চুক্তিবিহিন ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেন। এতে ৩২৮-৩০১ ভোটের ব্যবধানে পরাজিত হন বরিস জনসন। ফলে মঙ্গলবার রাতের ওই ভোটের পরই এসব এমপিকে তিনি বরখাস্ত করেন বলে খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট ও দ্য সান। বিষয়টি ডাউনিং স্ট্রিট থেকে নিশ্চিত করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। এতে আরো বলা হয়, মাত্র কয়েক সপ্তাহ আগে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মের অধীনে মন্ত্রী নিয়োগ হয়েছিলেন ফিলিপ হ্যামন্ড, গ্রেগ ক্লার্ক ও রোরি স্টিওয়ার্ট।

তাদেরকেও বরখাস্ত করা হয়েছে। ফলে এসব রাজনীতিক আগামী নির্বাচনে কনজারভেটিভ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। যেসব এমপি বিদ্রোহ করেছিলেন তারা হলেন, গুটো বেব, রিচার্ড বেনিওন, স্টিভ ব্রাইন, অ্যালিস্টার বার্ট, গ্রেগ ক্লার্ক, কেন ক্লার্ক, ডেভিড গাউকে, জাস্টিন গ্রিনিং, ডমিনিক গ্রিয়েভ, স্যাম গিমাহ, ফিলিপ হ্যামন্ড, স্টিফেন হ্যামন্ড, রিচার্ড হ্যারিংটন, মারগট জেমস, অলিভার লেটউইন, অ্যানি মিলটন, ক্যারোলাইন নোয়াকস, অ্যান্টোনেটে স্যান্ডব্যাচ, নিকোলাস সোয়ামস, রোরি স্টিওয়ার্ট ও এড ভাইজে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button