স্কুলে হিজাব নিষিদ্ধের আইন বাতিল করল অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় স্কুলে ১০ বছরের কম বয়সি মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ ছিল। গতকাল শুক্রবার ওই আইন বাতিলের পক্ষে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। এর আগে উক্ত আইনের বিরুদ্ধে দুই শিশু ও তাদের পরিবার মামলা করে। অস্ট্রিয়ার আগের জোট সরকারের আমলে ওই আইন পাস হয়। এবং ২০১৯ সালের মে মাস থেকে তা কার্যকর হয়।
রক্ষণশীল পিপলস পার্টি ও তাদের মিত্র চরম ডানপন্থি ফ্রিডোম পার্টি সরকারের পক্ষ থেকে তখন বলা হয়, তারা মুসলমান মেয়েদের সামাজিক চাপ এবং সহপাঠীদের কাছে বিরূপ আচরণের শিকার হওয়া থেকে রক্ষা করতেই এমন আইন করেছে।
তবে শুক্রবার আদালত ওই যুক্তি বাতিল করে বলেছে, ওই আইনের মাধ্যমে ভুল শাস্তি দেওয়া হয়েছে। বরং সেরকম প্রয়োজন হলে রাষ্ট্রের উচিত এমন একটি আইন করা যাতে ধর্ম বা লিঙ্গের কারণে হওয়া বুলিং আরো ভালোভাবে প্রতিরোধ করা যায়।
আদালতের রায়ে বলা হয়, ইসলাম ধর্মের মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই আইন করা হয়েছিল। যা অস্ট্রিয়ায় স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। রায়ে আরো বলা হয়, ওই আইন মুসলিম মেয়েদের আচার আচরণের উপর বিধিনিষেধ আরোপের সুযোগ করে দিয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button