১৯% লভ্যাংশ দেবে ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১শে ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৯% লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯% নগদ ও ১০% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ই মে, সকাল ১১টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ই এপ্রিল। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭.৯৯ টাকা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button