বিজয় বক্তৃতায় হিজাবী নারীর কথা বললেন কানাডার নতুন প্রধানমন্ত্রী (ভিডিও)

Justineকানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী হয়েছেন দলের প্রধান জাস্টিন ট্রুডো। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেয়া ভাষণে হিজাবি এক নারীর কথা তুলে ধরলেন জাস্টিন। কানাডার বৈচিত্রের কথা স্মরণ করে মুসলিমদের অধিকার রক্ষার প্রত্যয় জানালেন তিনি।
জাস্টিন ট্রুডো তার বক্তৃতায় বলেন, এক সভায় এক তরুণী মা তার সন্তানকে নিয়ে এসেছিলেন আমার কাছে। তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। মাথায় হিজাব পড়া। তিনি তার শিশু সন্তানকে আমার দিকে এগিয়ে দিয়ে যে কথাটি বললেন, সেটি আমি কখনই ভুলবো না। ওই হিজাবি নারী বললেন, আমাদের সন্তানের অধিকার রয়েছের তার নিজের ব্যপারে সিদ্ধান্ত নেয়ার। আমি আপনার দলকে ভোট দিচ্ছি এই আশায় যে তার এই অধিকার আপনারা রক্ষা করবেন।
এরপর সদ্যবিজয়ী প্রধানমন্ত্রী ওই নারীসহ কানাডার সমস্ত মুসলমান এবং কানাডাবাসীদের উদ্দেশ্যে বলেন, “আমি জানি কানাডাকে গড়ে তোলার জন্য পৃথিবীর সকল প্রান্ত থেকে আসা, সকল বিশ্বাসের মানুষদের ভূমিকা আছে। এটা বৈচিত্রময় দেশ।” এই বৈচিত্র ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার প্রতিশ্রুতি দিলে উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button