লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ খালিফার পদত্যাগ

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ খালিফা আল-শেখ পদত্যাগ করেছেন। দায়িত্ব নেয়ার মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করলেন তিনি। প্রধানমন্ত্রী আলি জেইদান তাকে সাহায্য করেননি বলে অভিযোগ করেন খালিফা আল-শেখ। এছাড়া জেনারেল ন্যাশনাল কংগ্রেসের সদস্যরাও তার কাজে হস্তক্ষেপ করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সরকার জনগণের আস্থা অর্জন ও চলমান অস্থিরতা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চলা সংঘাত মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাপের মুখে রয়েছে।
দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দুইজন লিবিয়ার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। গত ৪ আগস্ট উপ-প্রধানমন্ত্রী আওয়াধ আল-বারাসি পদত্যাগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button